ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর, জয়পুরহাট-এর আয়োজনে অদ্য ০৯-১১-২০২৩ তারিখে “ খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করি স্মার্ট বাংলাদেশ গড়ি ” শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউটের সম্মানিত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আমিনুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ মহোদয় । বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালায় জয়পুরহাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।