• খনি, খনিজ ও ধাতব বস্তুর উপর গবেষণা এবং নমুনা বিশ্লেষণে সহায়তা প্রদান।
• দেশের মূল্যবান খনিজ সম্পদ অনুসন্ধান, পরিমাণ নির্ধারণ, খনন পদ্ধতি নিরূপণ, খনিজ ও ধাতব বস্তুর মানোন্নয়ণ ও শিল্পায়নে ব্যবহার উপযোগী করে আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান।
• বস্তু ও ধাতব পদার্থের বিষয়ে গবেষণা ও পদ্ধতি নিরূপণপূর্বক শিল্পায়নে ব্যবহার, যেমন: কৃষিজাত পণ্য,অটোমোবাইল স্পেয়ার পার্টস, শিপ-বিল্ডিং স্পেয়ার পার্টস, কম্পোজিট তৈরীকরণ ইত্যাদি।
• মাইনিং, মিনারেলজি ও মেটালার্জি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
• দেশের বিশ্ববিদ্যালয়, সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহকে গবেষণা কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান।
• গবেষণালব্ধ ফলাফল সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের মাধ্যম দেশে শিল্প-কারখানা স্থাপন, স্থাপিতব্য শিল্প-কারখানায় কারিগরি সহায়তা প্রদানসহ কাঁচামাল ও উৎপাদিত পণ্যের গুনাগুন বিশ্লেষণ ও পণ্যের মান সঠিকরূপে নিয়ন্ত্রনে সহায়তা প্রদান।